ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ইসির ৭১ কর্মকর্তা একযোগে বদলি   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ২৭ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন (ইসি) দেশের বিভিন্ন পর্যায়ের ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে। রবিবার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৪ আগস্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

এছাড়া, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে পদায়ন করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব পদে। অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন।

এদিকে, একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলামকে এনটিআরসিএর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এইসব রদবদল আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক পুনর্বিন্যাস ও দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি